জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কসহ পাশ্ববর্তী এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরো সুসংহত ও সুদৃঢ় করতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সমন্বয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে একটি সমন্বিত নিরাপত্তা টিম গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রোববার (১৩ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত ‘সার্বিক নিরাপত্তা তত্ত্বাবধান ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা’তে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান সময়ে নিরাপত্তার প্রশ্নে আমরা এক পরিবর্তিত বাস্তবতার মুখোমুখি। এ প্রেক্ষাপটে দায়িত্ব পালন যেমন চ্যালেঞ্জিং, তেমনি তা নির্ভর করে পারস্পরিক সমন্বয় ও আন্তঃপ্রতিষ্ঠান সহযোগিতার ওপর। আমরা যদি একযোগে কাজ করি, তবে একটি মডেল নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।’
তিনি আরো জানান, নিরাপত্তা সমন্বয় ও তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন করা হবে, যা সমন্বিত উদ্যোগ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।
বিশ্ববিদ্যালয়ে আসন্ন জাকসু (জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনকে ঘিরেই মূলত এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপাচার্য এ প্রসঙ্গে বলেন, ‘জাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক হয়, তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’
সভায় উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদারে একমত পোষণ করেন এবং ভবিষ্যতে নিয়মিত সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান (বিএলআরআই), নবম পদাতিক ডিভিশন, হাইওয়ে পুলিশ, সাভার ও আশুলিয়া থানার কর্মকর্তা এবং আনসার-ভিডিপির প্রতিনিধিরা।
কেকে/ এমএস