লালমনিরহাট আদিতমারী উপজেলায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকা কর্তৃক আয়োজনে, উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ৬ মে থেকে ৪জুন গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (৪ জুন) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও গ্রাম পুলিশ শহিদুল ইসলাম।
এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার হুমায়ুন কবির, ভেটেরিনারি সার্জন আতিকুর রহমান, ওসি (তদন্ত) মনিরুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
পরে প্রশিক্ষণে উপজেলার ৮টি ইউনিয়নের ৪০জন গ্রাম পুলিশ বাহিনীর মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয় এবং মেধার ভিত্তিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী তিনজনকে সন্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
কেকে/এজে