আদিতমারীতে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ২:৫১ পিএম

ছবি : প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তূক উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত ৬ মে থেকে ৪ ঠা জুন ২০২৫ গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
মঙ্গলবার (৬ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ঢাকা হতে অনলাইন জুম প্লাটফর্মে যুক্ত হয়ে প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে উদ্ভোধন করেন মহাপরিচালক (গ্রেড-১) এনআইএলজি আব্দুল কাইয়ুম।
উপপরিচালক স্থানীয় সরকার লালমনিরহাট রাজিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার।
অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর ও কৃষি অফিসার কৃষিবিদ ওমর ফারুক প্রমূখ।
প্রশিক্ষণ কোর্সে সরকারি বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে উপজেলার ৮টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ বাহিনী অংশগ্রহন করেন।
উক্ত গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ৬ মে থেকে ৪ ঠা জুন প্রতিদিন সকাল ৬টা ৩০ মিনিট হতে বিকেলে ৪টা ৩০টা মিনিট পর্যন্ত চলবে।
কেকে/এআর