ঢাকা, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ | ২২ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নিরাপত্তা চেয়ে ড. ইউনূসের কাছে প্রবাসীর চিঠি

অনলাইন ডেস্ক
🕐 ৪:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ০১, ২০২৪

নিরাপত্তা চেয়ে ড. ইউনূসের কাছে প্রবাসীর চিঠি

চট্টগ্রামের বাসিন্দা এবং ওমান প্রবাসী ইয়াসিন চৌধুরী (সিআইপি) নিজের ও পরিবারের সদস্যদের জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন।

সোমবার (১ অক্টোবর) এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের অফিসিয়াল প্যাডে নিজের বাড়িতে হামলার বর্ণনা দিয়ে নিরাপত্তা সহায়তার আবেদন করেন প্রবাসী ইয়াসিন চৌধুরী।

এর আগে, সকালে চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্তা গ্রামে প্রবাসী ইয়াসিনের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রবাসী ইয়াসিন চৌধুরী জানান, রাউজানের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল হকের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন দুর্বৃত্ত তার বাড়িতে ঢুকে ভাঙচুরের পর দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। এসময় কয়েকজনকে আহত করার পাশাপাশি অনেক মূল্যবান জিনিস লুটপাট করেছে তারা।

এ প্রসঙ্গে বিস্তারিত জেনে পরবর্তী পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার রায়হান উদ্দিন খান।

প্রবাসীদের বাড়িঘরে একের পর এক হামলার ঘটনায় বিদেশের কমিউনিটিগুলোতে উদ্বেগ বাড়ছে। প্রবাসী ও তাদের সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোরালো দাবি রেখেছেন সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে একাধিকবার সিআইপি খেতাব পাওয়া ইয়াসিন চৌধুরী।

 
Electronic Paper