জাতিসংঘে দেয়া ড. ইউনূসের ভাষণের প্রশংসায় ফিলিস্তিনি রাষ্ট্রদূত
অনলাইন ডেস্ক
🕐 ৩:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ০১, ২০২৪
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। মঙ্গলবার (১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাতে উভয় দেশের পারস্পরিক স্বার্থ, ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বৈশ্বিক সমর্থন, গাজায় গণহত্যা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে আলোচনা হয়েছে।
ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদান জাতিসংঘে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণের প্রশংসা করে বলেন, এটি সময়োপযোগী ছিল এবং ফিলিস্তিন ইস্যুর ওপর অত্যন্ত প্রয়োজনীয় আলোকপাত করেছে। ড. ইউনূসকে ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, আপনি সাহসের সঙ্গে সত্যটা তুলে ধরেছেন।
এ সময় ফিলিস্তিন রাষ্ট্র ও তার জনগণের প্রতি বাংলাদেশের ধারাবাহিক সমর্থন ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তিনি বলেন, ‘আমরা ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত দাবির প্রতি সমর্থন অব্যাহত রাখব।’ ফিলিস্তিনি জনগণ তাদের কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র লাভ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ফিলিস্তিনি রাষ্ট্রদূত আরও জানান, প্রায় ৬০ জন ফিলিস্তিনি চিকিৎসক যারা বাংলাদেশ থেকে চিকিৎসা শিক্ষা লাভ করেছেন, তারা এখন গাজার রোগীদের সেবা দিচ্ছেন। আরও ২০০ ফিলিস্তিনি শিক্ষার্থী বাংলাদেশে উচ্চশিক্ষা লাভের অপেক্ষায় রয়েছেন।