মিথ্যা অভিযোগে চরিত্র হননের চেষ্টার দাবি বিএনপি নেতার
অনলাইন ডেস্ক
🕐 ১২:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৪
রাজধানীর উত্তরা পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠু দাবি করেছেন তার বিরুদ্ধে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর বেনামী ও মিথ্যা অভিযোগ দিয়ে চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে।
রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে প্রতিপক্ষরা মুখরোচক গল্প বানিয়ে অভিযোগ আকারে জমা দেওয়ার পাশাপাশি নিউজ মিডিয়ায় সংবাদ প্রকাশ করে মিথ্যাচারের ডালপালাও মেলছে একটি কুচক্রি মহল।
বেনামি অভিযোগের জবাব দিতে গিয়ে তিনি আজ সকালে উত্তরা ৭ নং সেক্টরের নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
উত্তরা পশ্চিম থানা বিএনপির প্রভাবশালী এ নেতা আরো বলেন, রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে ঘৃণ্য ও জঘন্য উপায়ে মিথা চরিত্র হননের খেলা মেতে উঠছে। এ ধরণের নোংরা খেলা থেকে সবাইকে বেরিয়ে আসার আহবান জানান তিনি।
নিজের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তিনি বলেন, বাদলের মালিকানাধীন ব্যক্তিগত গাড়ী আমি নিয়ে আসিনি। অভিযোগে যে গাড়ীর কথা বলা হয়েছে সেটি আমার এক বন্ধুর নিকট থেকে আমি কিনেছি চার মাস আগে। গাড়িটি এখনো প্রকৃত মালিকের কাছেই আছে। সুতরাং কারোর বাসায় থেকে গাড়ি নিয়ে আসার প্রমাণ কেহ করতে পারবে না। এছাড়া বিভিন্ন ক্লাব পাড়া নিয়ে যা বলা হয়েছে, এগুলোর মধ্যে সত্যের কোন লেশ নাই।
দখল চাঁদাবাজির অভিযোগ বিষয়ে আজমল হুদা মিঠু বলেন, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে উত্তরা থেকে দখলবাজি দূর করার জন্য কাজ করছি। এসব কাজে কারো কারো স্বার্থ নষ্ট হওয়ার প্রেক্ষাপট তৈরী হওয়ায় তারা আমার বিরুদ্ধে অপপ্রচারে নামছে। আমি এসবের নিন্দা জানাই। সেই সাথে বলতে চাই, রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে, চক্রান্তের পথে হাটাকে অসুস্থ প্রতিযোগিতা বলে দাবি করছেন মিঠু।