ঢাকা, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ | ২২ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সমন্বয়ক পরিচয়ে সচিবালয়ে প্রতারণার অভিযোগ

অনলাইন ডেস্ক
🕐 ১১:৩৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৪

সমন্বয়ক পরিচয়ে সচিবালয়ে প্রতারণার অভিযোগ

তানভীর নামের এক ব্যক্তি সমন্বয়ক পরিচয়ে সচিবালয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকের মজুমদার। শনিবার (১৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।

আবু বাকের জানান, ‘বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে জানা গেছে জনৈক তানভীর নামের একজন ব্যক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে সচিবালয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এ বিষয়ে আমরা স্পষ্টভাবে জানাতে চাই, তানভীর নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কেন্দ্রীয় সমন্বয়ক নেই।’

এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড জনস্বার্থবিরোধী এবং ছাত্র আন্দোলনের আদর্শ ও লক্ষ্যের বিরুদ্ধ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের জনগণ এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আমাদের আহ্বান, যদি কেউ এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। জনগণের আস্থার প্রতি আমাদের শ্রদ্ধা ও প্রতিশ্রুতি অটুট।

 
Electronic Paper