মিথ্যা তথ্য প্রচারে বিসিএস অডিট এন্ড একাউন্টসের উদ্বেগ
অনলাইন ডেস্ক
🕐 ২:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৪
অডিট এন্ড একাউন্টস ডিপার্টমেন্টের সকল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রেখে বিগত সময় হতে ডিপার্টমেন্টের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
গভীর উদ্বেগের সাথে সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে অডিট এন্ড একাউন্টস ডিপার্টমেন্টে কর্মরত কতিপয় কর্মচারীগণ কর্তৃক বিভিন্ন সভা-সমাবেশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাডার কর্মকর্তাগণকে জড়িয়ে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং অশোভনীয় শব্দ ব্যবহার করা হচ্ছে। একইসাথে কিছুদিন যাবত কতিপয় কর্মচারী দাপ্তরিক কার্যক্রম পরিচালনা থেকে বিরত রয়েছেন এবং অন্যের কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন। ফলে সারাদেশের অডিট এন্ড একাউন্টস ডিপার্টমেন্টের আওতাধীন বিভিন্ন কার্যালয়ে আগত সেবা প্রার্থীগণের সেবাপ্রাপ্তি বিঘ্নিত হওয়াসহ রাষ্ট্রীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ সকল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত থাকা এবং বাধা প্রদান করার কারণে অডিট এন্ড একাউন্টস ডিপার্টমেন্টের ভাবমূর্তি ও ক্যাডার কর্মকর্তাগণের মর্যাদা ক্ষুণ্ণ করাসহ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিনষ্ট করার অপচেষ্টা চলছে।
উক্ত বিষয়ে বিসিএস অডিট এন্ড একাউন্টস এসোসিয়েশন তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং একই সাথে পূর্বের ন্যায় কাজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সকলের সৌহার্দপূর্ণ ও দায়িত্বশীল আচরণ কামনা করছে।
-প্রেস বিজ্ঞপ্তি