ঢাকা, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ | ২৯ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অতিরিক্ত আইজিপিসহ একযোগে বদলি ৯ ডিআইজি

অনলাইন ডেস্ক
🕐 ৫:০২ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৪

অতিরিক্ত আইজিপিসহ একযোগে বদলি ৯ ডিআইজি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার এক কর্মকর্তা ছাড়াও নয় জন উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) একযোগে বদলি করা হয়েছে। রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাদের নতুন দায়িত্ব দেয়া হয়।

বদলি করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার (অতিরিক্ত আইজি সুপারনিউমারারি) কৃষ্ণপদ রায়, ঢাকার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের উপপুলিশ মহাপরিদর্শক মো. ইলিয়াছ শরীফ, মেট্রোরেলের ডিআইজি মো. সাইফুল ইসলাম, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. নিশারুল আরিফ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিআইজি মহা. আশরাফুজ্জামান ও ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী।

এ ছাড়া বদলি হওয়া অন্য পুলিশ কর্মকর্তারা হলেন: ঢাকা হাইওয়ে পুলিশের ডিআইজি মো. মাহবুবুর রহমান, পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক এস এম মোস্তাক আহমেদ খান, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসান এবং ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপপুলিশ মহাপরিদর্শক মোল্যা নজরুল ইসলাম।

 
Electronic Paper