জামালপুরে ট্রেনে আগুন
অনলাইন ডেস্ক
🕐 ৯:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৪
জামালপুরে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ২৫৫ নং লোকাল ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করার আগে ইঞ্জিনে আগুন ধরে যায়।
রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা লোকাল ২৫৫ নং ট্রেনটি জামালপুর রেল স্টেশনে প্রবেশের আগে ইঞ্জিনে হঠাৎ ধোঁয়া দেখতে পায় চালক। জামালপুর রেলস্টেশনে ট্রেনটি প্রবেশ করলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আধ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
জামালপুর রেলওয়ে স্টেশনের (ভারপ্রাপ্ত) স্টেশন মাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ বাজারগামী ২৫৫ নং লোকাল ট্রেনের ইঞ্জিনে ভয়াবহ আগুন ধরে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিনটি বিকল হওয়ায় ট্রেনটির চলাচল বন্ধ রাখা হয়েছে। ময়মনসিংহ থেকে অতিরিক্ত ইঞ্জিন আসার পর ট্রেনটি চলাচল শুরু করবে।
ট্রেনের যাত্রীরা বলেন, নান্দিনা স্টেশন ছেড়ে আসার পর হঠাৎ ইঞ্জিনে ধোঁয়া বের হতে থাকে। এতে ট্রেনের চালক ট্রেনটি নিয়ে জামালপুর স্টেশনে চলে আসেন। পরে স্টেশনে থাকা লোকজন এবং যাত্রীরা ইঞ্জিনের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আধ ঘণ্টার চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।