ঢাকা, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ | ১৮ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফুলবাড়িয়ায় সাবেক এমপিসহ ৬০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

মো. হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ)
🕐 ৭:১৩ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৪

ফুলবাড়িয়ায় সাবেক এমপিসহ ৬০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনের সদ্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল মালেক সরকার, উপজেলা আ.লীগের সভাপতি ইমদাদুল হক সেলিম, উপজেলা চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, পৌর মেয়র গোলাম কিবরয়িাসহ ৯৭ জন ও অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

বিএনপি নেতা মো. ওমর ফারুক বাদী হয়ে রোববার (১৮ আগস্ট) ফুলবাড়ীয়া থানায় মামলাটি করেন।

গত ৪ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বিকেলে ফুলবাড়িয়া পৌরসদরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীসহ বিএনপি নেতাদের সাথে আ.লীগ নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা ও ভাচুরের ঘটনা ঘটে।

অফিসার ইনচার্জ মোহা. রাশেদুজ্জাজামান বলেন, ৪ আগস্ট হামলা ভাংচুরের ঘটনায় সাবেক এমপিসহ এজাহার নামীয় ৯৭ জন ও অজ্ঞাত ৫শ জন আসামি করে মামলা হয়েছে।

 
Electronic Paper