নাটোরের ৭ থানার ওসির বদলি
নাটোর প্রতিনিধি
🕐 ৬:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৪
নাটোরের ৭ থানার ওসিসহ ডিবির ওসিকে একযোগে বদলির নির্দেশনা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান ও সিংড়া থানার ওসি আবুল কালামকে এপিবিএন, লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ এবং গুরুদাসপুর থানার ওসি উজ্জল হোসেনকে নৌ পুলিশে, নলডাঙ্গা থানার ওসি মো. মোনোয়ারুজ্জামানকে হাইওয়ে পুলিশে, বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম খানকে সিআইডিতে, বাগাতিপাড়া থানার ওসি নান্নু খানকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
এছাড়া ডিবির ওসি এসএম আবু সাদাদকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত কর্মস্থলে যোগ দেওয়ার কথা বলা হয়েছে।