ঢাকা, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ | ১৮ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গাজীপুরের ৭ থানার ওসিকে বদলি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
🕐 ৫:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৪

গাজীপুরের ৭ থানার ওসিকে বদলি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৭ থানার অফিসার ইনচার্জ (ওসি) একযোগে বদলি করা হয়েছে।

গত বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর পুলিশ হেডকোয়ার্টারের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিনিস্ট্রেশন)-এর দায়িত্বে থাকা অ্যাডিশনাল ডিআইজি (ফিন্যান্স) আবু হাসান মুহাম্মদ তারিকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এই প্রজ্ঞাপনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ রাফিউল করিম নৌ পুলিশে, গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল ইসলামকে ঢাকায় এসবি, পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেনকে খুলনা রেঞ্জ, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামানকে ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমানক সিআইডিতে, গাজীপুর মহানগর কোর্ট ইন্সপেক্টর সানোয়ার জাহানকে সিআইডি, পুলিশ পরিদর্শক(ওসি) একেএম আশরাফ উদ্দিন টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

জানা যায়, বদলি হওয়া পুলিশ সদস্যগণ আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য ছাড়পত্র গ্রহণ করতে হবে। অন্যথায় ১৮ সেপ্টেম্বরে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Release) হয়েছে মর্মে গণ্য হবে।

 
Electronic Paper