ঢাকা, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ | ২২ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কারাগারে কয়েদির মৃত্যু

অনলাইন ডেস্ক
🕐 ৬:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৯, ২০২৪

কারাগারে কয়েদির মৃত্যু

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. স্বপন (৩৬) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কারারক্ষী মো. মেহেদী বলেন, স্বপন কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার বাবার নাম ইদু মিয়া। তবে কোন মামলায় তিনি আটক ছিলেন সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক কয়েদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 
Electronic Paper