ঢাকা, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ | ২২ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল উল্টে কলেজছাত্রের মৃত্যু

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা
🕐 ২:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৪

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল উল্টে কলেজছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল উল্টে বাদশা (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিনজন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঠালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের চকপাড়ার সাইফুল ইসলামের ছেলে ও আলমডাঙ্গা সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বাদশাসহ তিনজন এক মোটরসাইকেলে দর্শনা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে জয়রামপুর কাঠালতলা নামক স্থানে রাস্তা পার হওয়া আলা নামের এক পথচারীর সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে চার জন আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক আল ইমরান জুয়েল বাদশাকে মৃত ঘোষণা করে। আহতদের মধ্যে পথচারী আলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়েছে। আহত মোটরসাইকেল আরোহী দুইজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার এএসআই আরাফাত ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় বাদশা নামে একজন মারা গেছে। লাশ মর্গে রাখা আছে।

 
Electronic Paper