জীবননগরে ১৫ কোটি টাকার 'ক্রিস্টাল ম্যাথ আইস' উদ্ধার
এ. আর. ডাবলু, জীবননগর (চুয়াডাঙ্গা)
🕐 ৭:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৪
চুয়াডাঙ্গার জীবননগরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৪০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ (আইস) নামের ভয়ংকর মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি ২০ লাখ টাকা।
মহেশপুর-৫৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোল্লা ওবায়েদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা সূত্র থেকে মাদক পাচারের খবর পায় বিজিবি। এসময় তথ্য প্রযুক্তি ও বিজিবি সেল হতে বিশেষ তথ্যের ভিত্তিতে যশোর-মহেশপুর-দর্শনা রুটের একটি যাত্রীবাহী বাসের লাগেজ বক্সের ভিতর মাদকের একটি বড় চালান নিয়ে যশোর হতে দর্শণা গমন করবে, এরকম সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর একটি বিশেষ টহল দল দুইভাগে বিভক্ত হয়ে জীবননগর উপজেলার বাঁকা ব্রিক ফিল্ডের ফুলের মার্কেটের সামনে মহেশপুর-জীবননগর সড়কের উপর পৃথক-পৃথক স্থানে ওঁৎ পেতে থাকে বিজিবি। প্রাপ্ত তথ্যের বর্ণনা মোতাবেক টহল দলের ১ম অংশের সামনে দিয়ে শাপলা পরিবহন নামের গাড়িটি অতিক্রম করলে তারা টহল দলের ২য় অংশকে অবগত করে। যাত্রীবাহী বাস জীবননগর ফুলের মার্কেটের সামনে আসা মাত্রই বিজিবি টহল দল পূর্ব প্রস্ততিসহ বিশেষ উপায়ে বাসের গতিরোধ করে।
এরপর বিজিবির বিশেষ টহল দলের সদস্যরা জীবননগর ফুলের মার্কেটের সামনে কালীগঞ্জ-জীবননগর-দর্শনা আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাস শাপলা এক্সপ্রেসে অভিযান চালান। অভিযানের সময় বাসের ভেতরে ডান সাইডে ব্যাগ রাখার জায়গায় (বাংকার) প্লাস্টিকের ব্যাগের মধ্যে স্কচটেপ দিয়ে মোড়ানো খাকি রঙের একটি কার্টন মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। কার্টনটি বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে নেওয়া হয়। সেখানে কার্টনটি খুলে ভেতরে ৩ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়। এদিকে বিজিবি টহল দলের সড়কে অবস্থান নেওয়ার বিষয়টি জানতে পেরে পূর্ব থেকেই চোরাকারবারী, আত্মগোপনে চলে যায় বলে ধারনা করছেন বিজিবি। বিজিবির দাবি, উদ্ধারকৃত জব্দ করা মাদকদ্রব্যের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি ২০ লাখ টাকা। এবিষয়ে চুয়াডাঙ্গার জীবননগর থানায় মামলার দ্বায়ের করা হয়েছে।