চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতিকে অব্যাহতি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
🕐 ৭:২৮ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৪
দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) রাতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফ জানান, বর্তমান সময়ে দেশের ক্রান্তিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শৃঙ্খলাভঙ্গের দায়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয় পদ থেকে। ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় সিনিয়র সহ-সভাপতি এম. আর মুকুলকে।
একই দায়ে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।