ঢাকা, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঝিনাইদহে জেলা ছাত্রদলের সভাপতিসহ গ্রেফতার ৪

এ. আর. ডাবলু, জীবননগর (চুয়াডাঙ্গা)
🕐 ৫:২৭ অপরাহ্ণ, আগস্ট ০৩, ২০২৪

ঝিনাইদহে জেলা ছাত্রদলের সভাপতিসহ গ্রেফতার ৪

চুয়াডাঙ্গার জীবননগরে নাশকতা মামলায় ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতিসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে নাশকতা মামলায় গ্রেফতার সবুজ আহমেদের প্রকৃত পরিচয় পাওয়া গেছে। তার নাম সৌমেনুজ্জামান সোমিন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। গ্রেফতারের সময় তিনি তার নাম পরিচয় গোপন রাখেন। পরে বিষয়টি জানাজানি হলে শুরু হয় আলোচনা-সমালোচনা।

মামলা সূত্রে জানা গেছে, বিএনপি এবং জামায়াতে ইসলামীর সদস্যরা দেশে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে নাশকতার পরিকল্পনা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ জুলাই ভোরে জীবননগর উপজেলার দেহাটি মোড় নামক স্থানে অভিযান চালানো হয়। সেখান থেকে চারজনকে গ্রেফতার করে জীবননগর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের আব্দুর রবের ছেলে জয়নাল আবেদীন (৬৫), জীবননগর পৌর এলাকার পোস্ট অফিসপাড়ার নওয়াব আলীর ছেলে তুহিন আলী (৩৮), ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের মিজানুর রহমান খোকনের ছেলে নাহিদ মিজান বাবু (৩৫) ও একই উপজেলার পোস্ট অফিসপাড়ার মসলেম উদ্দিনের ছেলে সবুজ আহমেদ (৩৪)। তারা ২০২৩ সালের ৩১ অক্টোবর হওয়া বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে মামলার পলাতক আসামি ছিলেন। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

তবে কোটচাঁদপুর এলাকা সূত্রে জানা গেছে, সবুজ আহমেদের প্রকৃত নাম সৌমেনুজ্জামান সোমিন। গত ২০ জুলাই জীবননগর পৌরসভার সাবেক মেয়র নওয়াব আলীর ইটভাটায় ফেনসিডিল সেবন করতে গিয়ে আটক হন সোমিন ও তার বন্ধু নাহিদ। নওয়াব আলীর ছেলে তুহিন আলীর সঙ্গে সোমিনের দীর্ঘদিনের সখ্যতা রয়েছে। সোমিন ও তার বন্ধু নাহিদ ২১ জুলাই নাশকতা মামলায় গ্রেফতার হয়েছেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, সোমিনের নাম গোপন করার বিষয়টি আমরা জানতে পেরেছি। মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় তার নাম সংশোধন করে দেওয়া হবে।

 
Electronic Paper