ঢাকা, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে ২৭৫ কোটি টাকা

ইব্রাহিম খলিল, সাতক্ষীরা
🕐 ৭:১৫ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৪

ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে ২৭৫ কোটি টাকা

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনে গত অর্থ বছরের তুলনায় চলতি ২০২৩-২০২৪ অর্থ বছরে ৬ লাখ ৫৪ হাজার ৮৯৩ মেট্রিক টন পণ্য কম আমদানি হলেও গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরে রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে ২৭৫.৮৬ কোটি টাকা। অর্থাৎ গত অর্থ বছরের তুলনা চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ৪৩.৬৭%।
ভোমরা শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, এই শুল্ক স্টেশনে ২০২৩-২৪ চলতি অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ৯০৭ দশমিক ৫৮ কোটি টাকা, যা গত ২০২২-২৩ অর্থবছরে ছিল ৬৩১ দশমিক ৭২ কোটি টাকা। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে ২৭৫ দশমিক ৮৬ কোটি টাকা।

আরো জানা যায়, ২০২২-২৩ গত অর্থবছরে রফতানিকৃত পণ্যবাহী গাড়ির সংখ্যা ছিল ২১ হাজার ৬২৭টি এবং ২০২৩-২৪ চলতি অর্থবছরে রফতানিকৃত পণ্যবাহী গাড়ির সংখ্যা ২৪ হাজার ৫৮০টি। যা গত অর্থবছরের তুলনা চলতি অর্থবছরে রফতানিকৃত গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৩ দশমিক ৬৫ শতাংশ। এছাড়া চলতি অর্থবছরে আমদানিকৃত পণ্যবাহী গাড়ি এসেছে ৬৩ হাজার ৯০২টি, যা গত অর্থবছরে ছিল ৮২ হাজার ২২৮টি। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের পণ্যবাহী গাড়ির সংখ্যা কম এসেছে ১৮ হাজার ৩২৬টি।

অপরদিকে গত অর্থবছরে আমদানিকৃত পণ্যের পরিমাণ ছিল ৩০ লাখ ৯ হাজার ৯৫৫ মেট্রিক টন এবং চলতি অর্থবছরে আমদানিকৃত পণ্যের পরিমাণ ২৩ লাখ ৫৫ হাজার ৬২ মেট্রিক টন। যা গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে আমদানিকৃত পণ্য কম হয়েছে ৬ লাখ ৫৪ হাজার ৮৯৩ মেট্রিক টন।

আমদানি ও রফতানি বাণিজ্যের ক্ষেত্রে বেনাপোল স্থল বন্দরের পরেই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের অবস্থান। দিনে গড়ে দুইশ থেকে ২৫০টি ভারতীয় পণ্যবাহী ট্রাকের মাধ্যমে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য, আবশ্যকীয় পণ্য ও ইন্ডাস্ট্রিয়াল পণ্য আমদানি হয়ে থাকে উক্ত স্থলবন্দর দিয়ে। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে প্রতিদিন গড় ৫০ থেকে একশ পণ্যবাহী ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য রফতানি হয়ে থাকে।

এছাড়া প্রতিদিন আটশ থেকে এক হাজার জন পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশ থেকে ভারত ও ভারত থেকে বাংলাদেশে আসা যাওয়া করেন। এই বন্দর দিয়ে ৭৮টি পণ্য আমদানির অনুমতি আছে। শুরু থেকেই এই বন্দরে আমদানি ও রফতানির ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা ও বাধা বিপত্তি থাকলেও বর্তমানে বন্দরটির কার্যক্রম গতিশীলতা ফিরে পেয়েছে।

ব্যবসায়ীদের দাবি, বেনাপোল বন্দরে যেসব সুযোগ সুবিধা দেওয়া হয় ভোমরা স্থলবন্দরে সেই সুযোগ-সুবিধা দিলে দেশের ব্যবসায়ীরা ভোমরা স্থলবন্দরমুখী হবে। যা দেশের রাজস্ব আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই স্থলবন্দরটি।

এলসি স্টেশন ভোমরার সহকারী রাজস্ব কর্মকর্তা (প্রশাসন) মুশফেকুর রহমান জোসেফ বলেন, সম্প্রতি অফিসের সামনে অবৈধ ইমারাত দোকান উচ্ছেদসহ সব জায়গা দখলমুক্ত করে ফুলের বাগান তৈরি করে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। সব বাধা উপেক্ষা করে ফলের পণ্যের ওজন শতভাগ নিশ্চিত করা হয়েছে। ভারতীয় পাসপোর্ট যাত্রীরা দালাল দারা নানাবিধ হয়রানির শিকার হতো যা দমন করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করার কারণে বিগত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরে ২৭৫.৮৬ কোটি টাকা রাজস্ব আদায় বেশি বৃদ্ধি পেয়েছে। আগামীতে সবার সহযোগিতায় সরকারের রাজস্ব আদায় চলতি অর্থ বছরের তুলনায় আরো বেশি হবে।

 
Electronic Paper