ঢাকা, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ | ২২ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রবল বর্ষণে মরক্কোতে নিহত ১১

অনলাইন ডেস্ক
🕐 ৬:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৯, ২০২৪

প্রবল বর্ষণে মরক্কোতে নিহত ১১

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর দক্ষিণাঞ্চলীয় তিন প্রদেশে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১১ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ আছেন অন্তত ৯ জন। এই প্রদেশগুলো হলো টাটা, তিজনিত এবং এরাশিদিয়া।

রোববার এক সংবাদ সম্মেলনে মরক্কোর স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ খালফি বলেন, “গত দু’দিন দেশজুড়ে যে বর্ষণ হয়েছে, তা রীতিমতো অস্বাভাবিক। সাধারণ সময়ে এক বছরে মরক্কোতে যত বৃষ্টি হয়, গত দু’দিনে তার চেয়ে বেশি হয়েছে।”

বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চলীয় তিন প্রদেশের ১৭টি জেলায়। যারা নিহত এবং এবং এখনও নিখোঁজ আছেন, তারা সবাই এই ১৭ জেলার বাসিন্দা। নিহতদের মধ্যে একজন বিদেশি নাগরিকও রয়েছেন।

বন্যার কারণে অন্তত ৪০টি বাড়ি ঘর এবং ৯৩টি সড়ক ধ্বংস হয়েছে। এছাড়া এই ১৭ জেলার বিদ্যুৎ, সুপেয় পানির সরবরাহ এবং টেলিযোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

টানা ৬ বছর খরায় ভুগেছে মরক্কোর দক্ষিণাঞ্চল। তারপর শুক্রবার থেকে শুরু এই বর্ষণ। ওমর গানা নামের স্থানীয় এক বাসিন্দা এএফপিকে বলেন, “আমি গত ১৫ বছরে এত বৃষ্টিপাত দেখিনি।”

 

 
Electronic Paper