ইউক্রেনের সামরিক ভবনে হামলা, নিহত ৫০
অনলাইন ডেস্ক
🕐 ১১:৫৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ০৪, ২০২৪
ইউক্রেনের একটি সামরিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ৫০ জন হয়েছে। আহত হয়েছেন আরও ২৭১ জন। স্থানীয় সময় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় শহর পোলতাভাতে এই ঘটনা ঘটেছে। চলতি বছরের যুদ্ধের সবচেয়ে মারাত্মক একক হামলার ঘটনা এটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ছবিতে মাটিতে ধুলো ও ধ্বংসাবশেষে ঢাকা যুবকদের মৃতদেহ, তাদের পিছনে একটি বড় বিল্ডিং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত দেখা গেছে।
তবে তাৎক্ষণিকভাবে ছবিগুলো যাচাই করতে পারেনি রয়টার্স। টেলিগ্রামে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই হামলার জন্য রাশিয়াকে অবশ্যই দায়ী হবে।
ঘটনাটি দ্রুত তদন্তের নির্দেশ দিয়ে তিনি বলেছেন, হামলায় মিলিটারি ইনস্টিটিউট অব কমিউনিকেশনের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাতের ভিডিও বার্তায় জেলেনস্কি মৃতের সংখ্যা ৫১ বলেছিলেন।
তিনি বলেন, ধ্বংসস্তূপের নিচে মানুষজন চাপা পড়েছে বলে জানা গেছে। জীবিত উদ্ধারের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।