পদত্যাগ করেছেন শাবি ভিসি, আলোচনায় বসতে চান প্রোভিসি
শাবিপ্রবি প্রতিনিধি
🕐 ৬:১৭ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৪
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। অপরদিকে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসতে চেয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।
শনিবার (১০ আগস্ট) বিকালে শাবি উপাচার্য পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যক্তিগত কারণে পদত্যাগ উল্লেখ করে তিনি বলেন, আজ মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল হলের প্রভোস্ট, প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেছেন। বাকি যারা আছে তারাও পর্যায়ক্রমে পদত্যাগ করবেন।
এদিকে মহামান্য চ্যান্সেলরের সচিব হিসাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রনালয় উপসচিব (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ) বরাবর উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
পদত্যাগপত্রে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৩০ জুন ২০২১ নং ৩৭,০০,০০০০.০৭৬,১১.০০১.২১.১৯৩ সংখ্যক প্রজ্ঞাপন অনুযায়ী আমি ২১ আগস্ট ২০২১ তারিখ পূর্বাহ্ণ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের উপাচার্য হিসাবে যোগদান করি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের যেকোনো সমস্যা নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসতে চান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।
এক ফেসবুক পোস্টে তিনি জানান, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করবো বিশ্ববিদ্যালয়ের যেকোনো সমস্যা নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারী নেতৃবৃন্দ আমার সাথে যেকোনো স্থানে আলোচনা করতে চাইলে আমি তোমাদের স্বাগতম জানাই।
তিনি বলেন, প্রো-ভিসি হিসেবে সুস্পষ্ট করে আমার সন্তানতুল্য ছাত্র-ছাত্রীদেরকে বলতে চাই প্রায় চৌত্রিশ বছর শিক্ষকতা করার পর যদি মনে করো আমার সেবা তোমাদের আর প্রয়োজন নাই, তাহলে বর্তমানে অন্তবর্তীকালীন সরকারের দিক নির্দেশনায় মহামান্য রাষ্ট্রপতির নিকট আমি পদত্যাগ করতে সর্বদা প্রস্তুত আছি।