ঢাকা, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এক দফা দাবি আদায়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছে জাবি শিক্ষার্থীরা

জাবি সংবাদদাতা
🕐 ২:২৯ অপরাহ্ণ, আগস্ট ০৪, ২০২৪

এক দফা দাবি আদায়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছে জাবি শিক্ষার্থীরা

এক দফা দাবি আদায়ে সারাদেশে চলছে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন। তারই অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থা নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিবিদ্যালয়ের (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

রবিবার (৪ আগস্ট) দুপুর ১১টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে সমবেত হয়। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী স্কুল, কলেজ ও অন্যান্য বিশ্ববিদ্যালয়েল শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

জাবি শাখার অন্যতম সমন্বয়ক আহসান লাবিব বলেন, এক দফা দাবিতে রাস্তায় নেমেছি। স্বৈরাচার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। গনভবন জনগনের ভবন, স্বৈরাচারির অবস্থান সেখানে হবে না। আমরা জনগনকে মুক্তি দিতে নতুন মুক্তিযুদ্ধ শুরু করেছি। জনগনকে রাস্তায় নামার অনুরোধ জানাচ্ছি।

 
Electronic Paper