ঢাকা, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অসহযোগ আন্দোলন: শাবির অফিস বন্ধ রাখার নির্দেশ শিক্ষার্থীদের

শাবি প্রতিনিধি
🕐 ২:২০ অপরাহ্ণ, আগস্ট ০৪, ২০২৪

অসহযোগ আন্দোলন: শাবির অফিস বন্ধ রাখার নির্দেশ শিক্ষার্থীদের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা দাবি আদায়ে ‘অসহযোগ আন্দোলন’ কর্মসূচি ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলনকে সফল কর‍তে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অফিশিয়াল কার্যক্রম বন্ধ রাখতে হুঁশিয়ারি দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (৪ আগস্ট) সকালে শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবি শাখা সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব।

তিনি বলেন, যদি কেউ অফিস খুলে কার্যক্রম পরিচালনা করে তাদের লিস্ট করা হবে। সেই লিস্ট অনুযায়ী আমারা তাদেরকে নব্য রাজাকার হিসেবে আখ্যায়িত করা হবে।

আন্দোলনের আরেক সমমন্বয়ক ফয়সাল হোসেন বলেন, আজকে থেকে শাবির সব কিছু বন্ধ থাকবে। যদি কেউ অফিস খোলার চেষ্টা করে তাদের শিক্ষার্থীরা অবাঞ্চিত ঘোষণা করবেন।

 
Electronic Paper