ঢাকা, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হল খুলতে প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
🕐 ২:১৭ অপরাহ্ণ, আগস্ট ০৪, ২০২৪

হল খুলতে প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের

সব আবাসিক হল খুলে দিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

আজ রবিবার (৪ আগস্ট) রাত ১টায় এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা বলেন, ‘তাদের নিরাপত্তার স্বার্থে আগামী ২৪ ঘন্টার ভিতর হল খুলে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।’

সেখানে আরো বলা হয়, ‘যদি উক্ত সময়ের ভিতর হল খুলে না দেওয়া হয়, তবে শিক্ষার্থীরা নিজ দায়িত্বে হলে ঢুকার ব্যবস্থা করবে।’

এই বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, ‘মেরুদণ্ডহীন প্রশাসন সরকারের আজ্ঞাবহ হয়ে শিক্ষার্থীদের জোর করে হল থেকে অবৈধভাবে বের করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল। বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে তাই অতিবিলম্বে হল খুলে দেওয়ার দাবি জানায়। প্রশাসন উদ্যোগ না নিলে আমরা হল খোলার ব্যবস্থা করবো।’

এই বিষয়ে প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, ‘এই বিষয়ে আমি এখন কিছু বলতে পারবো না। উপাচার্যের সাথে আমাদের মিটিং আছে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রসঙ্গত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক ইউজিসি প্রেরিত পত্রের পরিপ্রেক্ষিতে, অত্র বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৪র্থ জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ১৮ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের হল সমূহ ও শিক্ষা কার্যক্রম পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত বন্ধ থাকার সিদ্ধান্ত দেওয়া হয়।

 
Electronic Paper