ঢাকা, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বৃষ্টি উপেক্ষা করে বেরোবি শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

নাহিদুজ্জামান নাহিদ, বেরোবি
🕐 ৫:৫৮ অপরাহ্ণ, আগস্ট ০২, ২০২৪

বৃষ্টি উপেক্ষা করে বেরোবি শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

বৃষ্টি উপেক্ষা করে আবু সাঈদসহ অন্যান্য শহীদদের হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের উত্থাপিত সকল দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক-শিক্ষার্থীরা।

শুক্রবার (২ জুলাই) সকাল ১০টায় শান্তিপূর্ণ সমাবেশ করেন এবং জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক শহিদ আবু সাঈদ চত্বর প্রদক্ষিণ করে, মর্ডান মোড়সহ রংপুট- ঢাকা মহাসড়কে মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা পুলিশ দেখে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, ‘এক দফা এক দাবি’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘তুমি কে আমি কে- রাজাকার রাজাকার’, ‘এই বাংলার মাটি- রাজাকারের ঘাঁটি’, ‘মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র কারো বাপের না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘আমরা একটা যৌক্তিক আন্দোলনের দাবিতে রাজপথে নেমেছিলাম আমাদের শত শত ভাই বোনদের কেন হত্যা করা হলো। আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো। আমরা এই পুলিশ বাহিনী, সেনা বাহিনী ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এই হামলা সাথে জড়িত তাদেরকে তীব্র নিন্দা জানাই। এই হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার আনা হোক।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদ বলেন, আজকে এই অবস্থা তৈরি হতো না। এটা তাদের পৃষ্ঠপোষকতা দেয় যারা বিদেশে টাকা পাচার করে, প্রশ্নফাঁস করে তাদের। আজ আমরা কথা বলতে গেলেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। আর যদি সত্যিকে দাবিয়ে রাখা হয় তাহলে ভাববেন মুক্তিযুদ্ধের চেতনা আবার জেগে উঠেছে।

ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. মো. মতিউর রহমান বলেন, আবু সাঈদকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে তা সারা পৃথিবীর মানুষ দেখে কিন্তু পুলিশ এফআইআর প্রকাশ করেছে তাতে পুলিশ গুলি করেছে তা উল্লেখ নাই। সারা দেশে কত জনকে এভাবে হত্যা করা হয়েছে ২০০ নাকি এর বেশি তারও সঠিক হিসাব বলা কঠিন। আমরা চাই আবু সাঈদসহ সকল হত্যাকাণ্ডের বিচার করা হোক।

 
Electronic Paper