চবিতে বহু বছর পর হলে গণ অ্যালোটমেন্ট
সৈয়ব আহমেদ সিয়াম, চবি
🕐 ৩:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বহু বছর পর হলে গণ অ্যালোটমেন্ট বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর ২০২৪) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হল সমূহে মেধার ভিত্তিতে বৈধ সিট অ্যালোটমেন্টের নোটিশ প্রদান করা যায়।
ছেলেদের সকল হলে পূর্বের সিট বাতিল করে নতুন আবেদন করতে বলা হয়। মেয়েদের ক্ষেত্রে পূর্বে অ্যালোটমেন্ট পাওয়াদের আবেদন করতে হবে না। দীর্ঘ সময় ধরে ছাত্রলীগের নিয়ন্ত্রণে হলে সিট বরাদ্দ দেওয়া হতো। মেধার বৈধ সিট বরাদ্দ পাওয়া ছিলো স্বপ্নের মতো।
পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কেএম আব্দুল্লাহ বলেন, ফ্যাসিবাদের শাসনকালে হলগুলো ছাত্রলীগ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ছিলো। সর্বশেষ ২০১৬ সালে মেধার ভিত্তিতে গণ অ্যালোটমেন্ট দেওয়া হয়। এত বছর পর আবার হলে মেধার ভিত্তিতে গণ অ্যালোটমেন্ট দেওয়া হচ্ছে, এটা সত্যিই আনন্দের। https://apply.cu.ac.bd/hallapply/ এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হচ্ছে। তবে, সার্ভার খুব দুর্বল। লোড নিচ্ছে না সহজে।
ইতিহাস বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী রিয়াদ আহমেদ বলেন, এত বছর পর মেধার ভিত্তিতে বৈধ অ্যালোটমেন্ট দেওয়া হচ্ছে। কিন্তু, এক ঘন্টা ধরে চেষ্টা করেও ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না। আগে বললেই পারতো, আমরা চাঁদা তুলে নতুন সার্ভার কিনে দিতাম।