ঢাকা, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ | ১৮ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শাবিতে উপাচার্য নিয়োগের আলটিমেটাম শিক্ষার্থীদের

এসএইচ জাহিদ, শাবি
🕐 ৩:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৪

শাবিতে উপাচার্য নিয়োগের আলটিমেটাম শিক্ষার্থীদের

করোনা মহামারী ও সাবেক ভিসি ফরিদ উদ্দিন আহমেদ বিরোধী আন্দোলনে বড় ধরনের সেশনজটে পড়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রশাসনের পদত্যাগে ফের সাড়ে তিনমাসের সেশনজট দেখা দিয়েছে। এবার ক্লাসে ফিরতে আলটিমেটাম দিয়ে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ দাবি জানান বিভিন্ন বর্ষের সাধারণ শিক্ষার্থীরা। এসময় উপাচার্য নিয়োগের জন্য আলটিমেটাম দিয়ে রবিবার পর্যন্ত পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলওয়ার হোসেন শিশির, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের কিরণ হাওলাদার ও মুরাদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোস্তাকিম বিল্লাহ, সমাজকর্ম বিভাগের আজাদ শিকদার ও রাজিয়া পারভীন পিংকি।

এসময় বক্তারা বলেন, করোনা ও ভিসি বিরোধী আন্দোলনের ফলে আমরা বড় ধরনের সেশনজটে পড়ি। সেই ধাক্কা কাটিয়ে না উঠতেই ফের সাড়ে তিনমাস ধরে ক্লাস পরীক্ষা থেকে দূরে রয়েছি। যার ফলে ৪ বছরের কোর্স ৬ বছরে শেষ করা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমরা চাই রবিবারের মধ্যে উপাচার্য নিয়োগ দিয়ে দ্রুত সময়ের মধ্যে ক্লাস পরীক্ষা চালু করা হোক।

এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শাবির ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টার রয়েছেন। ফলে ৬বছরেও স্নাতক শেষের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এছাড়া প্রশাসন নিয়োগ না হওয়ায় দীর্ঘমেয়াদি সেশনজটের আশঙ্কা করছেন অন্যান্য বর্ষের শিক্ষার্থীরাও।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ জুলাই ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটিতে যায় শাবি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থীদের আলটিমেটামে পদত্যাগ করেন উপাচার্যসহ ৮৩ প্রশাসনিক ব্যক্তিত্ব। উপাচার্যের পদত্যাগের ১ মাস পার হলেও নতুন উপাচার্য পায়নি বিশ্ববিদ্যালয়টি।

 
Electronic Paper