ঢাকা, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ | ১৮ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চবিতে অনলাইন ক্লাসের ঘোষণা, শিক্ষার্থীদের বিরূপ প্রতিক্রিয়া

সৈয়ব আহমেদ সিয়াম, চবি
🕐 ৮:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৪

চবিতে অনলাইন ক্লাসের ঘোষণা, শিক্ষার্থীদের বিরূপ প্রতিক্রিয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন ভাইস চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত অনলাইনে ক্লাস চালু রাখার ঘোষণা প্রদান করা হয়। সেই সাথে শর্ত সাপেক্ষে অফলাইনে পরীক্ষার অনুমতি প্রদান করা হয়।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৪) বেলা ১১ টায় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মদ হেলাল উদ্দিন নিজামীর সভাপতিত্বে ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়, কোনো বিভাগ চাইলে অফলাইনে নিরাপত্তা ও শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে পারলে নিজ উদ্যোগে অসম্পূর্ণ পরীক্ষা নিতে পারবে।

ডিনস কমিটির সিদ্ধান্তের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আতিউর রহমান বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অলরেডি অফলাইনে ক্লাস শুরু হয়ে গেছে। অথচ চবি স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও শুরু করতে পারেনি। আমরা যেন সেশনজটে আটকে না যাই। শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকদের আরো তৎপর হওয়া উচিত। দ্রুত ভিসি নিয়োগ ও হলগুলোর সুষ্ঠু অ্যালোটমেন্ট নিশ্চিত করে অফলাইনে ক্লাস শিফট করা জরুরি।

 

 
Electronic Paper