সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে জাবিতে ভিক্ষোভ
জবি প্রতিবেদক
🕐 ৮:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৯, ২০২৪
সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচী শেষ করেন তারা।
এসময় শিক্ষার্থীরা সীমান্তে কয়েকদিন পর পর বাংলাদেশি নাগরিক হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়।
সংক্ষিপ্ত সমাবেশে অর্থনীতি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী বলেন, আমরা দেখে আসছি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনোভাবেই সম্প্রতির সম্পর্ক নয়। ভারত যুক্তিসংগত পানি হিস্যা চুক্তি না মেনে আমাদের প্রয়োজনের সময় তিস্তা ও ফারাক্কা বাঁধ থেকে শুরু করে সবগুলো বাঁধের পানি বন্ধ করে দিয়ে ফসলের ক্ষতি করে। আবার অপ্রয়োজনীয় সময়ে পানি ছেড়ে দিয়ে বন্যায় ডুবিয়ে আমাদের মারে। কিছু দিন পর পরই তারা সীমান্তে আমদর দেশের মানুষকে নির্মমভাবে হত্যা করে। গত দুই সপ্তাহে দুজন শিশুকে হত্যা করেছে বিএসএফ। গত সপ্তাহে স্বর্ণা দাশ এবং আজকে জয়ন্ত কুমার। প্রতিনিয়ত এমন চলতে থাকলে দেশের সাবর্ভোমত্বের কিছু থাকে না।
তিনি আরো বলেন, অবিলম্বে বাংলাদেশ-ভারতের সব অসম চুক্তি পুনঃসংস্কার করার দাবি জানিয়ে তিনি বলেন, ভারতীয় সরকারের সাম্রাজ্যবাদ, আগ্রাসনবাদ বাংলাদেশের নাগরিকরা মেনে নেবে না।