আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত
খোলা কাগজ ডেস্ক
🕐 ৮:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৯, ২০২৪
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ফয়সাল আলম রাসেল। এ সময় আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ১৯৬৫ সালে যাত্রা শুরু করে। তবে নানা জটিলতায় প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় পার হলেও স্কুলটির ছিলো না কোনো অ্যালামনাই এসোসিয়েশন। গত মাসের ১৮ তারিখ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের দাবির মুখে স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ এমাম হোসেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই এসোসিয়েশন গঠন করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
এছাড়াও আহ্বায়ক কমিটির সদস্য উপস্থিত ছিলেন মুহিন হোসেন শাওন, সৈয়দ রকিবুল হোসেন, মাহীন মেজবাসহ আরো অনেকে।