ছাত্র রাজনীতি আপনাদের কী দিয়েছে, প্রশ্ন হাসনাতের
সৈয়ব আহমেদ সিয়াম, চবি
🕐 ৮:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৮, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ সারাদেশ ঘুরে শুনছেন শিক্ষার্থীদের মতামত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও (চবি) হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে উপস্থিত হোন একদল কেন্দ্রীয় সমন্বয়ক।
রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সমাজবিজ্ঞান অডিটোরিয়ামে আয়োজিত হয় এই মতবিনিময় সভা।
সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ছাত্র রাজনীতি আপনাদের কী দিয়েছে? একই সাথে দুইটা ক্যাম্পাস কল্পনা করুন। একটা ছাত্র রাজনীতি যুক্ত, দ্বিতীয়টা ছাত্র রাজনীতি মুক্ত। প্রথমটাতে আমরা দেখতে পাবো অন্যায়কারীদের দাপট, হলের সিটের বিনিময়ে মেরুদণ্ড বিক্রি, গেস্টরুমে টর্চার, নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়ম। অপরদিকে ছাত্র রাজনীতি মুক্ত পরিবেশ আমাদের শিক্ষা ও গবেষণার সুযোগ করে দেয়। আপনারা সাধারণ শিক্ষার্থীরা এই ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্রশিবির থেকে কী পেয়েছেন? যদি পজিটিভ কিছু না পেয়ে থাকেন, আমরা কেন তাহলে চাইবো এমন ছাত্র রাজনীতি?