ঢাকা, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৩ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মানববন্ধনের কয়েক ঘন্টার মধ্যেই প্রজ্ঞাপন

ঢাবি প্রতিনিধি
🕐 ৮:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০২, ২০২৪

মানববন্ধনের কয়েক ঘন্টার মধ্যেই প্রজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) উপ-উপাচার্য(প্রশাসন) হিসেবে প্রতিষ্ঠানটির অর্থনীতি বিভাগের অধ্যাপক সাইমা হক বিদিশাকে নিয়োগ দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব শাহীনুর ইসলাম প্রজ্ঞাপনে সই করেন।

বিকেলে অধ্যাপক সাইমা হক বিদিশা এবং অধ্যাপক মোহাম্মদ ইসমাইলের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন দ্রুত জারি করার দাবিতে মানববন্ধন এবং উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বরাবর স্মারকলিপি জমা দেয় সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধন এবং স্মারকলিপি জমা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে অধ্যাপক সাইমা হক বিদিশার উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন দেওয়া হয়। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ ইসমাইলের বিষয়ে এখনো কোনো প্রজ্ঞাপন আসেনি।

 

 
Electronic Paper