ঢাকা, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৩ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বন্যার্তদের পাশে হাবিপ্রবি সম্মিলিত সাংগঠনিক ঐক্য

নাঈম ইসলাম সংগ্রাম, হাবিপ্রবি
🕐 ৭:১০ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৪

বন্যার্তদের পাশে হাবিপ্রবি সম্মিলিত সাংগঠনিক ঐক্য

সম্প্রতি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় বন্যার্তদের সহায়তার উদ্দেশ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সকল সাংস্কৃতিক, সামাজিক, ক্রীড়া, মানবিক ও আত্মোন্নয়নমূলক সংগঠনের যৌথ উদ্যোগে একটি গণত্রাণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।

এ কর্মসূচি থেকে উত্তোলিত মোট অর্থের একটি অংশ (১ লক্ষ টাকা) আজ বুধবার (২৮ আগস্ট)সম্মিলিত সাংগঠনিক ঐক্য-এর পক্ষ থেকে হাবিপ্রবি কৃষি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করা হয়।

কৃষি অনুষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন -উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মহিদুল হাসান, কৃষি সম্প্রসারণ বিভাগের প্রফেসর ড. ফারুক হাসান, কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান ড. মো. মমিনুর রহমান, উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান ড. মো. হাসানুর রহমান রাজু এবং কৃষি পূনর্বাসন প্রকল্পের সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা।

তারা জানান, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে এবং বন্যাপ্লাবিত এলাকায় জমি পুনরুদ্ধারের উদ্দেশ্যে -১ মিলিয়ন সবজি চারা এবং ৫ একর জমিতে ধানের চারা উৎপাদন করে সংশ্লিষ্ট কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে।

সম্মিলিত সাংগঠনিক ঐক্য-এর পক্ষ থেকে মোরশেদুল ইসলাম ইমন বলেন, ‘বন্যাকবলিত মানুষের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াসে আমরা বিশ্ববিদ্যালয়ের সবগুলো অরাজনৈতিক সংগঠন সম্মিলিতভাবে পাবলিক ফান্ড রেইজ করার সিদ্ধান্ত নেয় এবং আমাদের কাজ এখনো চলমান রয়েছে। অর্থ বন্টনের ক্ষেত্রে আমরা মোট চারটি খাত বাছাই করেছি। বন্যা পরবর্তী কৃষি পূনর্বাসন খাতে আজ প্রথম ধাপে অর্থ প্রদান করা হয়। এ ছাড়াও বন্যাদুর্গত এলাকায় নিয়োজিত বাংলাদেশ নেভির কাছে ফান্ডের একটা অংশ হস্তান্তরের কথা চিন্তা করেছি এবং বন্যাকবলিত হাবিপ্রবি শিক্ষার্থীদের পরিবার ও পার্বত্য অঞ্চলের পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় খাদ্য ও অষুধের জন্য সহায়তা করার পরিকল্পনা করা হয়েছে।

 
Electronic Paper