আন্দোলনে নিহত রিয়াদের স্মরণে সহপাঠীদের দোয়া মাহফিল
শিপার মাহমুদ
🕐 ৭:৪৫ অপরাহ্ণ, আগস্ট ০৮, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারী কলেজের ৭ম ব্যাচের নিহত শিক্ষার্থী রিয়াদসহ আন্দোলনে নিহত সকল শিক্ষার্থীদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারী কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ আয়োজন করেন।
স্মরণ সভায় নিহত রিয়াদ নামে কলেজের বিশ্রামাগার নামকরণ, কলেজে সকল রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করাসহ বেশ কয়েকটি দাবি সম্বলিত একটি স্মারকলিপি শিক্ষকদের নিকট প্রদান করেন।
এর আগে নিহতদের স্মরণে কলেজের দেয়ালে বিভিন্ন ধরণের নানা ‘স্লোগান’ ও চিত্রাঙ্কন করেন উপস্থিত শিক্ষার্থীরা। সবশেষে, আন্দোলনে নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করা হয়।