ঢাকা, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাবি প্রশাসনকে জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগের আল্টিমেটাম

রাবি প্রতিনিধি
🕐 ১:১৯ অপরাহ্ণ, আগস্ট ০৮, ২০২৪

রাবি প্রশাসনকে জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগের আল্টিমেটাম

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনকে জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে রাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৭ সদস্য বিশিষ্ট সমন্বয়ক পরিষদ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১২টায় রাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা আছে, ‘আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, দুই উপ-উপাচার্য, সম্পূর্ণ প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা এবং জনসংযোগ কর্মকর্তা, লিগ্যাল সেল, যৌন নিপীড়ন সেল, ১৭ হলের প্রভোস্ট, ডরমেটরি প্রশাসক, অবৈধ সিনেট ও সিন্ডিকেট সদস্যদের আগামী ২৪ ঘন্টার মধ্যে আমাদের মহান মুক্তির যুদ্ধে রাজাকার ও আল-বদরের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করার আল্টিমেটাম দিচ্ছি। অন্যথায় শিক্ষার্থীরা তাদের ফ্যাসিবাদী "আম্মো''র মতো টেনেহিঁচড়ে বের করতে বাধ্য হবে। কোনো অবস্থাতেই পারিবারিক কিংবা ব্যাক্তিগত কারণ দেখানো চলবে না।’

 
Electronic Paper