ঢাকা, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৩ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যবিপ্রবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা শিক্ষার্থীদের

যবিপ্রবি প্রতিনিধি
🕐 ৮:৪০ অপরাহ্ণ, আগস্ট ০৭, ২০২৪

যবিপ্রবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা শিক্ষার্থীদের

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা জরুরি নির্দেশনা জারি করে সকল ছাত্র রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে।

বুধবার (৭ আগস্ট) সাধারণ শিক্ষার্থীদের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় ছাত্র কল্যাণ এর নামে মুখোশধারী যেকোনো রাজনৈতিক সংগঠন আমরা সমর্থন করি না। এমনকি ক্যাম্পাসে যেকোনো ধরনের লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি কিংবা রাজনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার থাকবো।

অন্যায় ও সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি রুখতে এবং সুষ্ঠুভাবে সকল কার্যক্রম বজায় রাখতে আমরা সাধারণ শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমকে নিষিদ্ধ করছি। সুতরাং কোন শিক্ষার্থী কোন রাজনৈতিক দল বা দলের অঙ্গসংগঠনের সদস্য হতে বা তার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না ।

বিবৃতিতে যবিপ্রবির কোন শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্য কোন মাধ্যমে/ক্ষেত্রে তাদের রাজনৈতিক পরিচয় ব্যবহার না করার জন্য বলা হয় ।

 
Electronic Paper