শাবি প্রশাসনকে পদত্যাগের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম
শাবি প্রতিনিধি
🕐 ৫:১৫ অপরাহ্ণ, আগস্ট ০৭, ২০২৪
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ সকল প্রশাসনিক বডিকে পদত্যাগের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবি শাখা সমন্বয়ক কমিটি।
বুধবার (৭ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান শাবি শাখা কমিটির প্রধান সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ ঘন্টার মধ্যে শাবির ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারসহ সাস্টের সকল প্রশাসনিক বডি ও সকল হল প্রভোস্টকে পদত্যাগ করতে হবে।
পদত্যাগ না করলে তাদেরকে ক্যাম্পাস থেকে বয়কটসহ আজীবনের জন্য বহিষ্কার করতে বাধ্য করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।