হাবিপ্রবিতে ছাত্র সংসদ কার্যকরের দাবি
অনলাইন ডেস্ক
🕐 ৮:০২ অপরাহ্ণ, আগস্ট ০৬, ২০২৪
দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির পরিবর্তে ছাত্র সংসদকে কার্যকর করে নিয়মিত নির্বাচনের দাবি জানিয়েছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিজয় মিছিলের শুরুতে তারা এসব কথা বলেন।
তারা বলেন, ‘ক্যাম্পাসে অতি মাত্রায় শিক্ষক ও ছাত্র রাজনীতির ফলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হয়েছে বিগত দিনগুলোতে। ক্লাসরুম, ল্যাব সংকট রয়েছে বিশ্ববিদ্যালয়ে। সেইসাথে অনিয়মিত ক্লাস সেশনজটের কারণ হয়ে দাঁড়িয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাবিপ্রবির নেতৃবৃন্দ। তারা বলেন, ‘সর্বশেষ যে নিয়োগ হয়েছে তা মেধার ভিত্তিতে নয়, বরং দলীয় বিবেচনায় হয়েছে। আমরা এ নিয়োগ বাতিল চাই। আমরা একদিকে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং নিয়ে কথা বলি, অন্যদিকে এমন মানহীন কাজ করি। এসব বন্ধ করতে হবে। কর্মকর্তা-কর্মচারীদেরও দলীয় রাজনীতি বন্ধ করতে হবে। ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি অবিলম্বে বন্ধ ঘোষণা করতে হবে। মেধার ভিত্তিতে হলের সিট বণ্টন করতে হবে। যাদের ছাত্রত্ব শেষ, তাদের আর হলে থাকা যাবেনা।’
বক্তব্য শেষে র্যালিটি রংপুর-দিনাজপুর মহাসড়কে উঠে প্রধান ফটকে এসে শেষ হয়।