ঢাকা, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৩ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আবাসিক হল খুলে দিতে ১২ ঘন্টার আল্টিমেটাম মাভাবিপ্রবি শিক্ষার্থীদের

মাভাবিপ্রবি প্রতিনিধি
🕐 ৭:৪৭ অপরাহ্ণ, আগস্ট ০৩, ২০২৪

আবাসিক হল খুলে দিতে ১২ ঘন্টার আল্টিমেটাম মাভাবিপ্রবি শিক্ষার্থীদের

আবাসিক হল খুলে দিতে ১২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (২আগষ্ট) আবাসিক হল খুলে দিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আবেদনপত্র প্রদান করেন শিক্ষার্থীরা।

এতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর দ্বারা সাধারণ শিক্ষার্থীরা হয়রানিমূলক আচরণের শিকার হচ্ছে। এমতাবস্থায় আমরা সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদালয়ের বাইরে নিরাপত্তাহীনতায় ভুগছি । এজন্য অনতিবিলম্বে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় হলে ফিরতে চাই। যদি আগামী ১২ ঘন্টার মধ্যে আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে পরবর্তীতে আমাদের বিশ্ববিদ্যালয় হলে প্রবেশ করার জন্য আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো।

এর আগে দুপুর ২টায় মূল ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০জন শিক্ষক অংশ নেন। এরপর বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের তালা ভেঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে শিক্ষার্থীরা।

 
Electronic Paper