ঢাকা, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৩ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শাবিতে দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধ শিশু

শাবি প্রতিনিধি
🕐 ৯:১৯ অপরাহ্ণ, আগস্ট ০২, ২০২৪

শাবিতে দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধ শিশু

সিলেটে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে করে একজন শিশু গুলিবিদ্ধ এবং সাংবাদিক, শিক্ষার্থী, পুলিশসহ অন্তত শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২ আগস্ট) বিকেল ৪টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় সংঘর্ষ চলছে। সংঘর্ষের সময় ৮ জনকে আটক করেছে পুলিশ৷

প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীরা জানান, কোটাসংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘গণমিছিল’ কর্মসূচি অনুযায়ী বেলা তিনটা থেকে সুরমা আবাসিক এলাকায় শিক্ষার্থী জড়ো হন। অপরদিকে একইসময়ে কুমারগাঁও বাসস্ট্যান্ডে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন।

এ পর্যায়ে উভয় দিকের শিক্ষার্থীরা প্রধানফটকে জড়ে হয়ে মিছিল করলে পুলিশি বাধায় তারা আবার সুরমা এলাকায় গিয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন। বিকেল ৪টার দিকে পুলিশ সরিয়ে দিতে চেষ্টা করলে শিক্ষার্থীদের কয়েকজন ইটপাটকেল ছুড়লে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ছুড়েন।

এরপর সংঘর্ষ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা সড়কে আগুন ধরিয়েন দেন৷ রবর্তীতে সুরমা আবাসিক এলাকায়, মদীনামার্কেট, আখালিয়া, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও কুমারগাঁও এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। এতে এক শিশু গুলিবিদ্ধ হয়ে মাউন্ট এডোরা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। দুইজন সাংবাদিক, ৬ জন পুলিশ সদস্য ও শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, শিশুসহ আন্দোলনে আমাদের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে৷ পুলিশ আমাদের ওপর পেছন থেকে হামলা করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আগামীকাল সিলেটে দলমত নির্বিশেষে মহাসমাবেশ হবে।

সিলেট মহানগরমপুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, কিছু দুষ্কৃতকারী বিশ্ববিদ্যালয়ে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় তারা ইটপাটকেল ছুড়লে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। আমাদের ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন৷ এছাড়া ৮ জনকে আটক করা হয়েছে।

 
Electronic Paper