ঢাকা, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ | ১৮ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কর কাঠামোতে বৈষম্য থাকা যাবে না: অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
🕐 ১০:৪৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৪

কর কাঠামোতে বৈষম্য থাকা যাবে না: অর্থ উপদেষ্টা

কর কাঠামোতে বৈষম্য থাকা যাবে না বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘বর্তমানে আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ দেশকে স্বয়ংসম্পূর্ণ করে তোলা। আর এ জন্যে দরকার রাজস্ব বোর্ডকে কর আদায়ের একটা লক্ষ্যমাত্রা তৈরি করা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর মিলনায়তনে অর্থ আইন ২০২৪ এর মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনা পরিবর্তন নিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন এসোসিয়েশন আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, নিজের জন্যে না হলেও দেশের স্বার্থে সবাই কর দিতে হবে। কর কাঠামোতে বৈষম্য থাকা যাবে না।

তিনি আরও বলেন, অর্থনৈতিক সংস্কার নিয়ে মার্কিন ট্রেজারি বিভাগের সঙ্গে বৈঠক করা হবে। সংস্কার কাজে তাদের কাছে সহযোগিতা চাওয়া হবে।

 

 
Electronic Paper