ঢাকা, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ | ২২ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

টঙ্গীতে দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময়

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
🕐 ৯:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪

টঙ্গীতে দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময়

গাজীপুরের টঙ্গীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে ৪টি থানা এলাকার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

রোববার সকাল ১১ টায় টঙ্গী পূর্ব থানার কনফারেন্স রুমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার আলমগীর হোসেন বলেন, হিন্দু ধর্মাম্বলীদের সবচেয়ে উৎসব শারদীয় দুর্গাপূজা। এ পূজা যেনো সুন্দর ভাবে পালন করা হয়। সেজন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের প্রত্যেকটি পূজা মন্ডপে নজরধারী রাখবে। কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশের পাশাপাশি, সাদা পোশাকধারী পুলিশ, আনসার বাহিনীর সদস্য থাকবে। এছাড়াও বিশেষ নজরধারীর ক্ষেত্রে প্রতিটি মন্ডপে ডিজে পার্টি বন্ধসহ সিসি ক্যামেরার ব্যবস্থা রাখার জন্য প্রত্যেকটি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষন করেন।

এসময় উপস্থিত ছিলেন -গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজুর রহমান, টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ এসএম মামুনুর রশিদ, পূবাইল থানা অফিসার ইনচার্জ শেখ মো. আমিরুল ইসলাম, টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান, গাছা, পূবাইল, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকার পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় সংবাদ মাধ্যম কর্মীগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

 
Electronic Paper