টঙ্গীতে ডিশ ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
🕐 ৪:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৭, ২০২৪
গাজীপুরের টঙ্গীতে ডিশ ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছে স্থানীয় ডিসব্যবসায়ী সোহান নেটওয়ার্কের স্বত্ত্বধিকারী তোছলিমা খানম শিল্পী ও এলাকাবাসী।
শনিবার দুপুরে স্থানীয় গোপালপুর এলাকায় এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, শুক্রবার রাতে টঙ্গীর গোপালপুর এলাকার সন্ত্রাসী মহর আলীর নেতৃত্বে ডিশ ব্যবসায়ীর কাছে ৫ লক্ষ টাকা ও মাসিক ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীর উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে কয়েকজনকে মারধর করে গুরতর জখম করে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করান। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
এসময় তারা আরো বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা ব্যবসায়িকভাবে খুব ক্ষতিগ্রস্ত হয়েছি। ৫ আগষ্ট ক্ষমতার পট পরিবর্তনের পর অন্তবর্তীকালীন সরকারের সময় কিছু লোকজন প্রকাশ্যে চাঁদাদাবী এবং এলাকায় নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের দ্রুত গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করার জন্য প্রশাসনের প্রতি জোড় দাবি জানান তারা।