ঢাকা, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কিশোরগঞ্জ আন্দোলনকারীদের দখলে, আ.লীগ অফিসে আগুন

মেরাজ নাছিম, কিশোরগঞ্জ
🕐 ২:২৯ অপরাহ্ণ, আগস্ট ০৪, ২০২৪

কিশোরগঞ্জ আন্দোলনকারীদের দখলে, আ.লীগ অফিসে আগুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ চলাকালে কিশোরগঞ্জে শহর দখল নিয়েছে আন্দোলনকারীরা। এসময় জেলা আওয়ামী লীগ অফিস, রাস্তা ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।

রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এঘটনা ঘটে। এসময় তারা আওয়ামী লীগ অফিস, রাস্তায় ও মোটরসাইকেলে আগুন দিয়েছে তারা।

জানা গেছে, গতকাল একদফা কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সকাল থেকে আন্দোলনকারীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট দখলে নিয়ে আন্দোলন শুরু করে তারা। বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগের অফিস, সামনের রাস্তা ও মোটরসাইকেলের আগুন দেয় তারা।

 
Electronic Paper