ঢাকা, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ

মেরাজ নাছিম, কিশোরগঞ্জ
🕐 ৪:৩৬ অপরাহ্ণ, আগস্ট ০৩, ২০২৪

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ

কিশোরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের গুরুদয়াল সরকারি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শিক্ষার্থীসহ শত শত মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

মিছিলটি আখড়া বাজার, কালীবাড়ি মোড়, স্টেশন রোড, গৌরাঙ্গ বাজার হয়ে পুরান থানা মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে পুরান থানা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারীরা। এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে দুপুর ১টা ২০ মিনিটে অবরোধ কর্মসূচি শেষ করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে বিক্ষোভ মিছিলকে ঘিরে শহরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়।

 
Electronic Paper