ঢাকা, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ | ২২ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফেনীতে একদফা দাবিতে কর্মবিরতিতে নার্স ও মিডওয়াইফরা

ফেনী প্রতিনিধি
🕐 ৬:৫০ অপরাহ্ণ, অক্টোবর ০১, ২০২৪

ফেনীতে একদফা দাবিতে কর্মবিরতিতে নার্স ও মিডওয়াইফরা

একদফা দাবিতে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন নার্স ও মিডওয়াইফরা।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনঘণ্টা কর্মবিরতি পালন করে ফেনী নার্সিং ও মিডওয়াইফারি কলেজ ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।

এর আগে বুধবার (২ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচ ঘণ্টা কর্মবিরতি পালন করবেন তারা।

আন্দোলনকারীরা জানান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব ক্যাডার প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন করতে হবে। তাদের এই দাবি পূরণ না হলে সামনে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা।

বর্তমান অন্তর্বর্তী সরকারকে দেওয়া একদফা দাবি পূরণ না হওয়ায় তিন দিনের আলটিমেটাম শেষে রোববার (২৯ সেপ্টেম্বর) এই কর্মসূচি ঘোষণা করে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।

 
Electronic Paper