ফেনীতে লুট হওয়া অস্ত্র উদ্ধার
জোবায়ের হোসেন, ফেনী
🕐 ৯:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৪
ফেনীতে লুট হওয়া একটি সরকারি পিস্তল ও দুইটি ম্যাগাজিনসহ ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী মডেল থানা পুলিশ।
রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে কলোনি থেকে এই অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রেলওয়ের একটি পরিত্যক্ত ভবনের সামনে কাঠের স্তূপ থেকে একটি তারাশ পিস্তল, ১৬ রাউন্ড গুলি ভর্তি ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরবর্তীতে তা যাচাই-বাছাইয়ে প্রমাণিত হয় -পিস্তল ও গুলি ভর্তি ম্যাগাজিনগুলো গত ৫ আগস্ট সরকার পতনের পর অজ্ঞাতনামা দৃষ্কৃতিকারীরা থানা ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করার সময় তা লুট করে নিয়ে যায়।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমীন বলেন, আমরা লুট হওয়া অস্ত্র ও ম্যাগাজিনগুলো পরিত্যক্ত হিসেবে পেয়েছি। এ বিষয়ে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।