ঢাকা, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ | ২২ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কমপ্লিট শাটডাউনে অচল নোয়াখালী মেডিকেল কলেজ

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
🕐 ৩:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৪

কমপ্লিট শাটডাউনে অচল নোয়াখালী মেডিকেল কলেজ

আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সৈয়দ জাকির হোসেনসহ চার শিক্ষক পদত্যাগের দাবিতে কমপ্লিট শাটডাউনে অচল নোয়াখালী মেডিকেল কলেজ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে ক্যাম্পাসটির ভেতরে কেউ ঢুকতে পারছেন না এবং বাহিরেও কেউ বের হতে পারছে না।

সরেজমিনে দেখা যায়, ডোপ টেস্ট দিতে আসা চালকগণ দাঁড়িয়ে আছেন তালাবদ্ধ নোয়াখালী মেডিকেল কলেজের প্রধান ফটকে। অন্যদিকে প্রশাসনিক ভবনের সামনে শ্লোগান দিচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকা ক্লাস রুমে ঝুলছে তালা। খোলার দিনেও নেই চিরচেনা সেই ব্যস্ততা। বিভাগের অফিস রুমও আছে বন্ধ। চারপাশে সুনসান নীরবতা। অর্থাৎ কমপ্লিট শাটডাউনে অচল নোয়াখালী মেডিকেল কলেজ।

জানা যায়, গত রোববার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে স্বৈরাচার আখ্যা দিয়ে মেডিকেল কলেজের অধ্যক্ষ সৈয়দ জাকির হোসাইন, উপাধ্যক্ষ মাহবুবুর রহমান, ফরেনসিক মেডিসিন বিভাগের শিক্ষক রিয়াজ উদ্দিন ও সার্জারি বিভাগের শিক্ষক সৈয়দ কামরুল হোসাইনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি দেয় শিক্ষার্থীরা। দাবি আদায়ে অবস্থান কর্মসূচিসহ ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। কালক্ষেপণ হলেও প্রশাসন নিশ্চুপ থাকায় শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ ও অধ্যক্ষসব চার শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা করে। ফলে কার্যত অচল অবস্থা বিরাজ করছে মেডিকেলে কলেজটিতে।

আন্দোলনকারী শিক্ষার্থী আনাস বিন ইকবাল বলেন, আমরা পদত্যাগের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছি। তারা কালক্ষেপণ করছে তবে পদত্যাগ করছে না। প্রয়োজনে আমরা কঠোর কর্মসূচি দিবো তাও তাদের পদত্যাগ করতেই হবে। পদত্যাগ ছাড়া তাদের কোনো পথ নেই।

 
Electronic Paper