রূপগঞ্জে রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে আইন-শৃঙ্খলা সভা
জ্যেষ্ঠ প্রতিবেদক
🕐 ৭:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৪
চলমান পরিস্থিতি নিয়ে রুপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আইন-শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে এ মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংএ উপস্থিত ছিলেন থানা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয়, বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরউজ্জামান, কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া জামাতের ইসলামের থানার নেতৃবৃন্দ, থানা হেফাজত ইসলামের নেতৃবৃন্দসহ গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ মিটিংএ অংশ নেন।
দুলাল হোসেন জানান, আজ বেলা ১২টা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত মিটিং হয়েছে। মিটিং এলাকার সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।